লিখেছেন কোর্সটিকা
oxford 3000 words with bangla meaning pdf | আপনার শব্দভাণ্ডারকে উন্নত করা নিঃসন্দেহে ভাষা শিক্ষার অন্যতম মূল বিষয়। আপনি নির্দিষ্ট ভাষার যত বেশি শব্দ জানবেন, আপনি ওই ভাষায় ততই দক্ষ হয়ে উঠবেন। তবে মনে রাখবেন যে একটি ভাষায় দক্ষ হওয়ার জন্য ওই ভাষার সমস্ত শব্দ জানার জন্য সমান গুরুত্বপূর্ণ নয়।
অক্সফোর্ড ইউনিভার্সটি ইংরেজী ভাষা শেখার ক্ষেত্রে ৩০০০ এবং ৫০০০ গুরুত্বপূর্ণ শব্দের একটি তালিকা তৈরি করেছে, যার অর্থ জানলে আপনি ইংরেজীর প্রায় ৯০ ভাগই নিজের আয়ত্বে আনতে পারবেন।
যদিও সর্বাধিক প্রচলিত ৫০০০ শব্দের মধ্যে ১০০০ শব্দ আপনি জেনে থাকেন, তাহলে আপনি ইংরেজী ভাষায় পূর্ণাঙ্গ যোগাযোগ স্থাপন করতে পারবেন। পাশাপাশি এ শব্দগুলো আপনাকে কোন ইংরেজী ভাষাভাষীর কথা স্পষ্ট বুঝতে সহায়তা করবে।
একদমই না। Oxford 5000 ওয়ার্ডে এমন সব শব্দ দেয়া আছে, যা আমি-আপনি ষষ্ঠ শ্রেণি থেকেই ইংরেজী ব্যকরণে পড়ে আসছি। যেমন: Abandon = ত্যাগ করা, Abandon = উদ্দমতা, Abduct = অপহরণ ইত্যাদি। তাই বোঝাই যাচ্ছে যে, আপনার যদি লেগে থাকার আগ্রহ, ধৈর্য্য ও মানসিকতা থাকে, তবে আপনি এই ৫০০০ শব্দ অনায়াসে আয়ত্বে আনতে পারবেন।
Oxford 5000 শব্দ শেখার জন্য আপনি হয়তো অনেক বই পাবেন, কিন্তু আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ বিষয়টিকে স্বয়ংসম্পূর্ণ করে উপস্থাপন করতে। আমাদের প্রকাশ করা এই বইয়ে ইংরেজী শব্দগুলোর অর্থের পাশাপাশি এর গ্রামাটিকাল রূপ এবং ব্যবহারের ধরন দেখানো হয়েছে। এছাড়া একই শব্দের একাধিক অর্থ এবং বিস্তারিত অর্থ সংযুক্ত করা হয়েছে।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পাইথন শেখার বাংলা বইটি ডাউনলোড করে নিন। কোর্সটিকার সকল আপডেট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখুন। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।